রাজু আহমেদ, নাটোর: নাটোরের সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন।
শুক্রবার দুপুর ১২ টায় তার পক্ষ হতে সুরক্ষা সামগ্রী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্জ মো: জান্নাতুল ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন।
আরো উপস্থিত ছিলেন, ডা: ইমরান মোর্শেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আনিসুর রহমান লিখন, যুগ্ন সম্পাদক আতিকুর রহমান হেলাল, বর্তমান সাধারন সম্পাদক নাজমুল হক বকুল প্রমুখ।
সুরক্ষা সামগ্রী হিসেবে ১০০ পিচ পিপিই, ৫০ পিচ গুগল,৩০০ পিচ মাস্ক, ৩০০ পিচ মাথার সুরক্ষা, ৩০০ পিচ লেগ সুরক্ষা, ১০০ পিচ হ্যান্ড স্যানিটাইজার ও ৫ পিচ উন্নতমানের চশমা প্রদান করেন।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী পলক ৬ষ্ঠ দফায় বিভিন্ন সামগ্রী প্রদানসহ ডাক্তার,নার্সদের সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
You cannot copy content of this page