এম এ হান্নান,শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি কোভিট- ১৯ মোকাবেলায় সিরাজগঞ্জের শাহজাদপুরের সর্বপ্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘শাহজাদপুর সংবাদ ডটকম’ এর পক্ষে থেকে রোববার(৫জুন) শাহজাদপুরে কর্মরত সকল সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদদের চেয়ারম্যান উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ‘শাহজাদপুর সংবাদ ডটকম’ এর গণসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন, ‘শাহজাদপুর সংবাদ ডট কম’ এর বার্তা সম্পাদক শামছুর রহমান শিশির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, প্রেস ক্লাব শাহজাদপুর এর সাধারন সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক সাবেক জিএস আরিফুল ইসলাম পলাশ। করোনা ভাইরাস থেকে সাংবাদিকদের নিরাপদ রাখতে এ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ‘শাহজাদপুর সংবাদ ডটকম’ এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার। প্রধান অতিথি শাহ মোঃ শামসুজ্জোহা তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাসে আমরা সবাই আক্রান্ত। জনগণকে সচেতন করতে স্বাস্থ্য বিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শাহজাদপুরের সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি এলাকার সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিরতণের জন্য ‘শাহজাদপুর সংবাদ ডট কম’ এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক শরীফ সরকার, বার্তা সম্পাদক শামছুর রহমান শিশির, নিজস্ব প্রতিবেদক এমএ হান্নান শেখসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি শাহজাদপুর সংবাদ ডটকম ও ফেসবুক গ্রুপ সার্কেল শাহজাদপুর এর উদ্যোগে সরাসরি সম্প্রচার করা হয়।
You cannot copy content of this page