সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ডলার প্রতারক চক্রের তিন সদস্য আটক হয়েছে ।সোমবার ভোরের দিকে ফরিদপুর ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে থেকে ৬০ হাজার ৫শত টাকা, চার মার্কিন ডলার ও ২০০ দিনার উদ্ধার করা হয়।
আটকরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদি গ্রামের জমির শেখের ছেলে কামাল শেখ (৪৬), জলিল মাতুব্বরের ছেলে সেন্টু মাতুব্বর (২৯) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাইর গ্রামের মৃত নূর উদ্দিন শেখের ছেলে ফরিদ শেখ (৫২)।
যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তুষার কুমার মণ্ডল জানান, সদর উপজেলার বালিয়াভেকুটিয়া গ্রামের আবুল বাশার নামে এক সাবেক সেনাসদস্যকে মুনাফার লোভ দেখিয়ে ডলার কেনার জন্য রাজি করান প্রতারক চক্রের সদস্যরা।এরপর আবুল বাশার গত ২৩জুন দুপুরে যশোর পোস্ট অফিসে জমানো ১০লাখ টাকা উত্তোলন করে ডলার কিনতে শহরের জেস টাওয়ারের সামনে যান। সেই সময় প্রতারক চক্র তাকে একটি খামে ডলার দেয়। তিনি সেটি পরীক্ষা করতে চাইলে প্রতারক চক্র তার কাছ থেকে টাকাগুলো ছিনতাই করে চলে যায়।
এ ঘটনায় আবুল বাশার কোতোয়ালী থানায় অভিযোগ দিলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সদর তার নেতৃত্বে ডিবির এলআইডি শাখার পুলিশ পরিদর্শক সোমেন দাস, (এসআই)মফিজুল ইসলাম (পিপিএম),(এসআই) অরুণ কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে
ফরিদপুরের ভাঙ্গা থেকে কামাল শেখ ও সেন্টু মাতুব্বরকে আটক করে।
এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ফরিদ শেখ নামে আরেক জনকে আটক করা হয়।ওই সময় তাদের কাছ থেকে ৬০হাজার ৫শত টাকা,চার মার্কিন ডলার ও ২০০ দিনার উদ্ধার করা হয়। সোমবার দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply