আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃমাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি খাতকে শক্তিশালী করতে ডিলারদের মাধ্যমে ভর্তুকি দিয়ে সরকার কৃষককে সার প্রদান করছে। এ উপলক্ষ্যে -সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, সরকারের ডিএপি সারের জেলার ৯টি উপজেলা পর্যায়ের ১৬৪ জন সার ডিলারদের মধ্যে মজুদ ডিএপি সারের পরিশোধযোগ্য ভর্তুকির প্রায় ৯৮ লক্ষ ৪০ হাজার ১'শ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৬জুন) জেলা প্রশাসনের আয়োজনে, জেলাপ্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন, জেলাপ্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ।
জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ বলেছেন, - করোনা'র সময়েও সরকারের গুদামে পর্যাপ্ত সার মজুদ, বাজারে সারের কোন সঙ্কট নেই। কেউ সার নিয়ে গুজব ছড়িয়ে কৃত্রিম সঙ্কট সৃষ্টি-মূল্য বৃদ্ধির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানান।
এ সময় অনুুুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন, জেলার বিসি আইসি সার ডিলারের সভাপতি ওয়াহেদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলা থেকে আসা বিভিন্ন ডিলারগণ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page