রেড জোনের আওতাভূক্ত নড়াইলের লোহাগড়া পৌরবাসীকে ১৪ দিনের আইসোলেশনে থাকার নির্দেশনা আজ বুধবার (৮ জুলাই) থেকে শুরু হয়েছে।
জানা গেছে, লোহাগড়া পৌরসভা এলাকায় দুই দফায় লকডাউন ঘোষনা করা হলেও তা জনসাধারণ পালন না করায় করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ার ফলে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি-বিন-মোতুর্জার নিদের্শনায় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে আজ বুধবার থেকে পৌরবাসীকে ১৪ দিনের আইসোলেশনে থাকার কার্যক্রম শুরু হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পৌরসভা এলাকায় প্রবেশের ১৪টি পয়েন্টে পুলিশ ও স্বেচ্ছাসেবক সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা বাজারের দোকানপাটসহ সমস্ত ধরনের পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে তাদের বাড়িতে থাকার অনুরোধ করছেন। করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন বলেন, করোনা সংক্রমন থেকে বঁাচার জন্য গঠিত কমিটির সদস্যরা দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, ৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত মোট ১৪ দিন লোহাগড়া পৌর সভার আওতাধীন ওষুধ ও সার-কীটনাশক দোকান ব্যতিত সকল দোকানপাট, হাট-বাজার বন্ধ থাকবে।
এ সময় লোহাগড়া পৌরবাসীকে আইসোলেশনে থাকতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে।#
Like this:
Like Loading...
Leave a Reply