সৌদি আরবে প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে ৭ জন চিকিৎসকসহ ৫১৮ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছে। এতে আক্রান্ত হয়েছে প্রায় ২০হাজার বাংলাদেশি।
সৌদি আরবের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন ১ হাজার ৮৫৮জন। মোট আক্রান্ত ২ লাখ ৫ হাজার ৯২৯জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ২৫৬জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬০হাজার ৮১৫জন।
রিয়াদের বাংলাদেশ দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, করোনায় প্রাণ যাওয়া ৭ বাংলাদেশি চিকিৎসক হলেন, ডা. আফাক হোসেন মোল্লা, ডা. রওনক মোঃ সফি উল্লাহ্, ডা. গোলাম মোস্তফা, ডা. আনোয়ার উল হাসান, ডা. আব্দুর রহিম, ডা. ফারহানা হক তানিয়া। অপরজনের নাম জানা যায়নি। এছাড়া রিয়াদের দুটি বেসরকারি ক্লিনিকে কর্মরত বাংলাদেশি চিকিৎসক ডা. আনোয়ারুল হক এবং ডা. শফিকুল হকের স্ত্রী রিয়াদে মৃত্যুবরণ করেছেন।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণে মৃতদের প্রতি শোক জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেছেন ।
Leave a Reply