এম কে এস মিলু ষ্টাফ রিপোর্টার :
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে তাড়াশ মহা শশ্বান ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১০জুলাই) সকালে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন তাড়াশ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী।
বৃক্ষরোপণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক আনন্দ ঘোষ, এম কে এস মিলু, সুকুমার সরকার, মানিক রায়, সুমন সাহা, গোপাল সাহা, বলরাম নস্কর, রবীন্দ্র নাথ দত্ত সহ জেলা উপজেলা উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা-কর্মীরাসহ আরো অনেকেই।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশিত দেশব্যাপী ” গাছ লাগাও পরিবেশ বাচাও ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে পুজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে।
You cannot copy content of this page