প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিঙ্গাপুর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আঃ সাত্তার শাওন এর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে অষ্টগ্রামে বিভিন্ন জায়গায় গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর ছাত্রলীগ।
'মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান' স্লোগানকে সামনে রেখে সকলকে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি নেতাকর্মী আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সময়ের মধ্যে কমপক্ষে ৩টি (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপণ করবেন।
এরই ধারবাাহিকতায় কিশোরগঞ্জ-(৪) আসনের
মাননীয় সাংসদ জননেতা রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি মহোদয়ের পরামর্শে ও সার্বিক তত্ত্বাবধানে অষ্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নেওয়া হয়। বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে এবং এই কর্মসূচী চলমান থাকবে।
এসময়ে সিঙ্গাপুর ছাত্রলীগ নেতা শাওন বলেন মুজিব বর্ষের অঙ্গিকার, দেশ হবে সবুজের সমাহার এই স্লোগান কে সামনে রেখে, প্রত্যেকে অন্তত ৩টি করে গাছ লাগাই, আমরা আমাদের পরিবেশ ও জীবন বাচাঁই এই স্লোগান কে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্ভোদন করা হয় এবং ৩মাস ব্যপি কার্যক্রম অব্যহত থাকবে।
এ সময়ে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগের, প্রবির জয়,প্রান্ত সাহা,সামিউল আরাফ,ফয়সাল, বিকাশ,অর্পন,শাকিল সামি প্রমুখ।
You cannot copy content of this page