সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে শহিদুল ইসলাম নামে (৫০)বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মৃত শহিদুল ইসলাম যশোর শহরের ঢাকা রোড এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে৷
গত ৯জুলাই জ্বর, গলাব্যথ্যা,শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শহিদুল৷ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।মেডিসিন বিভাগের ইন্টার্ন ডাক্তার সৌরভ তার মৃত্যু নিশ্চিত করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহম্মেদ বলেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য শহিদুলের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ দাফনের ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে৷
You cannot copy content of this page