আবদুর রহমান,রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, কেন্দ্রীয় যুবলীগের আহবানে ও লক্ষ্মীপুর জেলা যুবলীগের অনুপ্রেরণায়, রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার খানের দিকনির্দেশনায় (১০ জুলাই) শুক্রবার সকালে রামগঞ্জ সরকারি কলেজ রাস্তার দুপাশে উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রায় ১০০ টি বিভিন্ন ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়। পরে বিভিন্ন ইউনিয়নে চারা রোপণ করার জন্য আরও ৫ হাজার চারা নেতা কর্মীদের মধ্যে বিতরণ করা হবে।এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,রামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি সৈকত মাহমুদ শামছু,যুগ্ন আহবায়ক এস এম মোজাম্মেল হক, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রাশেদুল হাসান রাশেদ, উপজেলা যুবলীগ নেতা জনি বনিক,মাঈন উদ্দিন মানিক, মিলন পাটোয়ারী,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক,যুবলীগ নেতা আবুল কাশেম, কাঞ্চনপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক রবিন হাসান রব, ভোলাকোট ইউনিয়ন যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন,করপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ মির্জা, লামচর ইউনিয়ন যুবলীগ নেতা লিটন পাটওয়ারী, যুবলীগ নেতা মাহফুজ রাজু, রাজু চৌধুরী, সিরাজুল ইসলাম,কামরুল হাসান, মোরশেদ আলম,শহিদ কাজী সহ প্রমুখ।
উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীসহ দেশবাসীকে দেশের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। ‘আসুন এই মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে দেশকে রক্ষা করি। দেশের পরিবেশকে রক্ষা করি এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি।
You cannot copy content of this page