নিজস্ব প্রতিবেদকঃ
পাবনা পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মহিউদ্দিন বিশ্বাস তুফান আর নেই। শনিবার (১১ জুুলাাই) ৮টায় দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মহিউদ্দিন বিশ্বাস তুফান আপাদমস্তক একজন আওয়ামী লীগের রাজনিতিবিদ এবং একজন যোগ্য সংগঠক ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ, পাবনা জেলা শাখার উপদেষ্টা কেন্দ্রীয় কমিটি সেক্টর কমান্ডারস্- মুক্তিযুদ্ধ’৭১ এর কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন।
এক শোক বার্তায় বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মহিউদ্দিন বিশ্বাস তুফান মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনিসহ সকল সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় -স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
Leave a Reply