শামীম মিয়া,
মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের এক এস.আই, এক ব্যবসায়ী ও এক কলেজ ছাত্রীসহ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪ জন।আর নতুন এই ৪ জন সহ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালেন ২৯৪ জনে।শনিবার(১১ জুলাই) আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম।
নতুন আক্রান্তরা হলেন,মির্জাপুর থানা পুলিশের এক উপ-পরিদর্শক (৩৮), উপজেলার গাড়াইল গ্রামের বাসিন্দা ও মির্জাপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী (১৮), আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী (২৭) ও মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের বাবুর্চী (৫৩)।
স্বাস্থ্য কমপ্লেক্স জানায়,উপজেলার বিভিন্ন এলাকার মানুষের নমুনা সংগ্রহ করে গত ৭ জুলাই রাজধানীর শিশু হাসপাতালে পাঠানো হয়। শনিবার প্রাপ্ত ফলাফলে ৪ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্ত সকলেই সুস্থ্য আছেন বলে নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক জানান,নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনের কার্যক্রম চলছে।
You cannot copy content of this page