নড়াইলের লোহাগড়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১২শ পিচ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। আটক মনিরুল মোল্যা রাজ (২০) উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের পশ্চিম পাড়ার রবিউল মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার মধুমতি নদীর কালনা ঘাট এলাকায় নড়াইল ডিবি পুলিশের এস আই মিলটন কুমার দেবদাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১২শ পিচ ইয়াবাসহ মনিরুল মোল্যা ওরফে রাজ নামে এক মাদক পাচারকারীকে আটক করে। আটকের পর তাকে নড়াইল ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে বিশেষ কায়দায় পেট থেকে কালো টেপ দ্বারা মোড়ানো ২৪টি পোটলায় থাকা ১২শ পিচ ইয়াবা উদ্ধার করে। রাজ কক্সবাজার থেকে পেটের ভেতর করে এই ইয়াবা বহন করে আনছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক পাচারকারী রাজকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#
You cannot copy content of this page