নিউজ ডেস্কঃ সর্বনাশা করোনা ভাইরাসের আক্রমণে ঝরে গেল পুলিশ কর্মকর্তার। সংক্রমন থেকে জনগনকে নিরাপদ রাখতে গিয়ে নিজের জীবন অনিশ্চয়তায় ঠেলে দেওয়া এই সাহসী পুলিশ কর্মকর্তার নাম মোঃ মিজানুর রহমান। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদের কর্মকর্তা ছিলেন।
২২ তম বিসিএস পুলিশ ব্যাচের এই মেধাবী কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জুনের ২৮ তারিখে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসক ও পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত করে সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ সাইফুল ইসলাম শান্ত জানান, তিনি সোমবার ভোর ৩:৪১ টায় চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতবরণ করেন।
করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে অকুতোভয় এই বীরের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের সর্বস্তরের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
You cannot copy content of this page