প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২০, ৪:০৩ অপরাহ্ণ
মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোণা জেলা ছাত্রলীগের কর্মী পিয়াস আহমেদ এর নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচি
আব্দুন নূর,নেত্রকোনাঃ মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে ""আগামী তিন মাসব্যাপী (আষাঢ়, শ্রাবণ, ভাদ্র) সারাদেশে তিনটি (বনজ, ফলদ, ভেষজ) করে গাছ লাগানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
আর এরই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলা ছাত্রলীগ ক্ষুদ্র কর্মী পিয়াস আহমেদ এর নেতৃত্বে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে পিয়াস আহমেদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে এই কর্মসূচী পালন করেছি। পর্যায়ক্রমে পরিবেশের ভারসাম্য রক্ষায় উক্ত বৃক্ষরোপণ কার্যক্রম কর্মসূচি চলমান থাকবে। জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাবে সর্বদা।
© 2024 Probashtime