সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আব্দুল কুদ্দুস (৩৫) নামে ত্রানের এক চাউল চোরকে আটক করেছে।সোমবার যশোর মনিরামপুর থানাধীন আসামীর নিজ বসতবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।আটক আব্দুল কুদ্দুস মণিরামপুর থানাধীন জুড়ানপুর গ্রামের আকবর মোড়লের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানায়, যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম) এর নির্দেশক্রমে মারুফ আহম্মদ,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা সংগীয় ফোর্সসহ বিজ্ঞআদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দীর আসামী ত্রানের চাউল চুরি সংশ্লিষ্ট ঘটনার সহিত সরাসরি জড়িত আসামী আব্দুল কুদ্দুসকে জেলার মণিরামপুর থানাধীন আসামীর নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করা হয়।
উক্ত আসামী অদ্য ১৩/০৭/২০২০ইং জনাব মাহাদী হাসান, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, যশোর এর আদালতে সেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবান বন্দী প্রদান করেছেন।উক্ত আসামী তার স্বীকারোক্তিতে ঘটনার সহিত জড়িত অপর আসামীদের নাম ঠিকানা প্রকাশ করেছেন।
মামলা তদন্তের স্বার্থে এবং উক্ত আসামীদের গ্রেফতারের স্বার্থে নাম ঠিকানা প্রকাশ করা হচ্ছে না।সূত্রঃ মনিরামপুর থানার মামলা নং-০৪, তাং-০৪/০৪/২০২০ ইং ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টের ২৫ (১) /২৫-উ।
You cannot copy content of this page