সংবাদ দাতা:রাকিব মাহমুদঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় নজরুল ইসলাম(৬০) নামে এক বৃদ্ধ ব্যক্তিকে করোনা সন্দেহে রাস্তায় ফেলে যায় তার ছেলে।
সোমবার (১৩জুলাই)সন্ধায় উল্লাপাড়া শ্যামলী বাস টার্মিনালের পাশে একটি পরিত্যক্ত স্থানে পড়ে থাকতে দেখা যায় এই বৃদ্ধকে।এসময় বৃূদ্ধ লোকটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।পরে তারা পুলিশকে বিষয়টি জানালে উল্লাপাড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
পরে জানা যায় বৃদ্ধ ব্যক্তিটির নাম ছোবাহান।তিনি শ্বাসকষ্টে আক্রান্ত থাকায় তার সন্তান নজরুল ইসলাম করোনা সন্দেহে রাস্তায় ফেলে যায়।বৃদ্ধ ছোবাহান আলী গয়হাট্টা মানিকদহ গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।
এ বিষয়ে মডেল থানার উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্বাসকষ্ট থাকায় ওই বৃদ্ধের একমাত্র ছেলে তাকে পৌরবাস টার্মিনালে রেখে গ্রামে চলে যান। কীভাবে তার সন্তান পিতার সঙ্গে এমন অমানবিক আচরণ করলেন। ঘটনাটি সত্যি অমানবিক।তিনি আরও বলেন বৃূদ্ধ লোকটির করেনা টেষ্ট করে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।
You cannot copy content of this page