আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
বাংলাদেশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তর সিরাজগঞ্জ সদরের আয়োজনে, পারস্পরিক সামাজিক দূরত্ব বজায় রেখে, সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়নের প্রান্তিক পাটচাষীদের মাঝে বিনামূল্যে সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টায় কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ৩৭৫ জন পাট চাষীদের মাঝে জন প্রতি ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি,৩ কেজি এমওপি মোট ১২ কেজি করে রাসায়নিক সার বিতরণ কর্মসূচি’র শুভ উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম ভূঁইয়া।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে, পাট অধিদপ্তরের সদর সিরাজগঞ্জ উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম লুলু, ইউনিয়ন ট্যাগ অফিসার মোছাঃ হেলেনা পারভীন উপজেলা সমন্বয়কারী (এবাএখা) প্রকল্প, সদর সিরাজগঞ্জ, মোঃ এমরান হোসেন খান উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply