ইতালি প্রতিনিধিঃ
ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালিস্থ বরিশাল বিভাগের নেতৃবৃন্দ ও রোম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মনির। ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজীর কোয়ারাইন্টান শেষ হওয়ায় নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নব নির্বাচিত সহ সভাপতি মনিরুজ্জামান ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় বরিশাল বিভাগের ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মন্টু,সদস্য মেহেদী হাসান,ইতালি যুবলীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান,রোম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইট,তুসকোলনা সমাজ কল্যান সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ শাহীন,আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ,মোঃ সাইদ,মোঃ আরিফ এবং ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় ইতালি আওয়ামী লীগের সভাপতি ইতালি প্রবাসীদের পাশে থাকার আহবান জানান। তিনি বলেন ইতালির স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।বিশ্ব পরিস্থিতি ঠিক হলে আমরা আবার আগের মত চলতে পারব। এ সময় বরিশাল বিভাগের নেতাকর্মীদের নিয়ে শীঘ্রই তিনি মত বিনিময় সভা করবেন বলে জানান।
এ ছাড়া নব নির্বাচিত সহ সভাপতি মনিরুজ্জামান ইতালি আওয়ালীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী,সাধারণ সম্পাদক হাসান ইকবাল,রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন,সাধারণ সম্পাদক খলিল বন্দুকছীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
You cannot copy content of this page