হৃদয় আহমেদ, (কলমাকান্দা) প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ি ঢলে নেমে আসা গণেশ্বরী নদীতে পানি ভরে যাওয়াই ক্ষুদ্র- নৃগোষ্ঠীর পুতুল ঘাগড়া (৫৫) নামে এক শ্রমিক নিখোঁজের খবর পাওয়া গেছে।
তিনি উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জিনি রিছিল এর ছেলে। সে পেশায় দিনমজুর শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, আজ (১৩ জুলাই) আজ সোমবার সন্ধ্যার আগে নদীর তীরবর্তী জগন্নাথপুর নিজ বাড়ী থেকে তীব্র স্রোতের মধ্যে গণেশ্বরী নদী হেঁটে পার হয়ে ফুলবাড়ী হাজংপাড়ার এক দোকানে যান। বাড়ীর যাওয়ার পথে নদীর তীরে পৌঁছামাত্রই তিনি ঢলের পানিতে তলিয়ে যান। এরপর নদীর ওই স্থানসহ আশপাশে স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করেন। কিন্তু নিখোঁজ পুতুল ঘাগড়া'র এ পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন, ইউপি'র সদস্য মো. আনোয়ার পাশা। নিখোঁজ পুতুল ঘাগড়াকে স্থানীয় ভাবে উদ্ধারে অভিযান চেষ্টা চলছে বলে জানান তিনি।
You cannot copy content of this page