সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের চৌগাছা থেকে ৬০বোতল ফেনসিডিলসহ জাহিদ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার চৌগাছা থানাধীন রুস্তমপুর এলাকা থেকে তাকে আটক করে চৌগাছা থানা পুলিশ।আটক জাহিদ চৌগাছা উপজেলার বড় কাকুড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রুস্তমপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।এসময় ৬০ বোতল ফেনসিডিলসহ জাহিদকে আটক করে।
এ ব্যাপারে চৌগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খাঁন রাজিব আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
You cannot copy content of this page