আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার (১৪জুলাই) সকালে গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে বৃদ্ধি পেয়েছে ৩২ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে বৃদ্ধি পেয়েছে ৩৭ সেন্টিমিটার।
সকাল ৬ টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি সমতল ১৩.৭০ মিটার এবং কাজিপুর পয়েন্টে ১৫.৮৮ মিটার।
যমুনা নদীর পানি বৃদ্ধি আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ তথ্য জানিয়েছেন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর উপ-বিভাগীয় প্রকৌশলী একে এম রফিকুল ইসলাম।
You cannot copy content of this page