প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৭:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২০, ১২:৩৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে খুন , গ্রেপ্তার তিন যুবক
সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় আশরাফ আলী(৫৫) নামের এক আম ব্যবসায়ীকে হত্যা মামলায় তিনজন যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার মো: কামাল হোসেন।
গ্রেপ্তারকৃতার হলেন, পীরগঞ্জ উপজেলার ভামদা গ্রামের আমিনুল হকের ছেলে সাদ্দাম হোসেন (৩৫), দূর্গাপুর গ্রামের দরমিয়ান আলীর ছেলে বেলাল হোসেন (৩৫), জগথা কলেজপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রোকনুজ্জামান (২৩)।
সংবাদ সম্মেলনে পুলিশ জানান, গত সোমবার জেলার পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের খসসিঙ্গা বাজার এলাকা থেকে আম ব্যবসায়ী আশরাফ আলীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতের ভাই জহিরুল ইসলাম সেইদিনেই বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর তথ্যপ্রযুক্তির ব্যবহারে এই গত মঙ্গলবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজন যুবকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরো জানায়, ঘটনার দিন সন্ধায় হত্যাকারীরা ৩ জন মিলে আশরাফ আলীকে একটি ঘরে পিটিয়ে আহত করে। পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার লাশ পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার রায়ের গাড়িতে করে গভীর রাতে খটসিঙ্গিয়া এলাকায় একটি ভুট্রাক্ষেতের পাশে ফেলে আসে তারা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
এসময় উপস্থিত ছিলেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মকর্তারা।
© 2024 Probashtime