প্রাকৃতিক দূর্যোগের কারণে বন্যা কবলিত হয়ে মানবেতর জীবন যাপন করছে অসহায় মানুষ। এসব বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংশ্লিষ্ট বিভাগীয় জেলা সমূহের প্রতি আহবান জানিয়েছে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
আজ বুধবার (১৫ জুলাই) যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দূর্যোগের কারণে সাধারণ মানুষ বন্যা কবলিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে বন্যা কবলিত যুবলীগের সংশ্লিষ্ট বিভাগীয় জেলা সমুহকে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো যাচ্ছে।
এ বিষয়ে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনায় শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ মানবতার কল্যাণে কাজ করছে। করোনার ন্যায় বন্যা কবলিত মানুষের পাশে যুবলীগ থাকবে, আমরা সে বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি।
প্রসঙ্গত, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন জেলা এখন বন্যা কবলিত। বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
You cannot copy content of this page