ঢাকা: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।
বুধবার (১৫ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভানেত্রী, ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য, রিজিওন চেয়ারপারসন জেলা ৩১৫ বি টু, লায়ন্স ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠিতা, ওমেন ওরিন্টেড লায়ন্স ক্লাব অফ ঢাকা মনিং সান, মুক্তিযোদ্ধার সন্তান, বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী ১ লাখ ৪৫ হাজার ৯৬৬ ভোটে পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা স্বতন্ত্র প্রাথী মো. ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ট্রাক প্রতীক নিয়ে ১ হাজার ৪৮৯ ভোট পেয়েছেন।
You cannot copy content of this page