এম আবদুল্লাহ সরকার- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ৩৫ টি ফলবান পেয়ারা গাছ এক রাতে কেটে সাবাড় করে দিয়েছে এলাকার কিছু গাছ খেকো দুর্বৃত্ত। সকালে বাগানের গাছ এভাবে কেটে ফেলা দেখে মূহ্যবান হয়ে পড়েছে বৃদ্ধ পাঞ্জা মুন্সি। গাছের সাথে মানুষের এ শত্রুতা যেন বেড়েই চলছে।
ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নদীর পশ্চিম পাড় এলাকায়।
সরেজমিনে গেলে পাঞ্জা মুন্সী জানান, বাগানের পেয়ারা খেতে মাঝে মাঝে এলাকার যুবক ছেলেরা বাগানে আসে। ফল খাওয়াতে তাদের বাধা দেয়া হয় না।
কিন্তু গতকাল রাতে কে বা কারা এসে তার বাগানের ৩৫ টি ফলবান পেয়ারা গাছ কেটে ফেলে দিয়েছে। তার ধারনা যাদেরকে বাধা দেওয়া হয়েছিল তারাই সম্ভবত ওই রাতে তারা বাগানের গাছ কেটে ও ভেঙ্গে ফেলেছে।
তিনি আরও বলেন, আমি গরীব মানুষ, আমার এই ক্ষতি যারা করেছে আমি তাদের বিরুদ্ধে বিচার চাই।
রায়গঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নুরুন্নবী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply