ডেস্ক রিপোর্টঃ
১৪ জুলাই ২০২০ বাংলাদেশের উন্নয়নের স্হপতি ও শ্রেষ্ঠ সংস্কারক জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় পাটি ফ্রান্স শাখার উদ্যোগে মেট্রো হোস প্যারিস জামে মসজিদে দোয়া মুনাজাতের আয়োজন করা হয় ৷ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মেট্রোহোস জামে মসজিদের খতিব মাওলনা শাখাওয়াত হোসেন৷
উক্ত মোনাজাতে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবির চৌধুরী (সদস্য জাতীয় পাটি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও উপদেষ্টা ফ্রান্স শাখা) জনাব এ কে এম আলমগীর (সদস্য জাতীয় পাটি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সভাপতি জাতীয় পাটি ফ্রান্স শাখা ) হাবিব খান ইসমাইল (সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও জাতীয় পাটি ফ্রান্স শাখা) খান বাবুল ইসলাম বাহার সহ সভাপতি ফ্রান্স শাখা, দাউদ খান যুগ্ন সাধারন সম্পাদক ফ্রান্স শাখা, মির্জা আল আমিন যুগ্ন সাধারন সম্পাদক ফ্রান্স শাখা, শফিক তালুকদার রন্জু সাংগঠনিক সম্পাদক ফ্রান্স শাখা ,জহিরুল ইসলাম পলাশ দপ্তর সম্পাদক ফ্রান্স শাখা,সুহিনুর রাজা চৌধুরী আহ্বায়ক যুবসংহতি ফ্রান্স শাখা ,খান আলম হুদা সদস্য সচিব যুবসংহতি ফ্রান্স শাখা এছাড়াও আরও উপস্থিত ছিলেন, এম আই তাইজু , মোঃ মনির মিয়া, মোঃ আলাউদ্দিন আকন্দ সহিদ উদ্দিন, এমদাদুল হক৷
You cannot copy content of this page