হৃদয় আহমেদ, (কলমাকান্দা) প্রতিনিধিঃ নেত্রকোণা কলমাকান্দা উপজেলার ২ নং নাজিরপুর ইউনিয়নে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে ত্রাণ ও নগদ অর্থ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কুদ্দুস বাবুল।
আজ (১৬ জুলাই) নৌকা যোগে বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা দেন তিনি।
এ বিষয়ে চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল জানান, বন্যায় বিভিন্ন এলাকার মানুষ বর্তমানে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। তাই আমার কিছু অংশ থেকে তাদের প্রতি সদয় হয়েছি। এবং চেয়ারম্যান হিসেবে সব সময় তাদের পাশে থাকবো এটাই আমার প্রত্যাশা।
You cannot copy content of this page