বাংলা সাহিত্য হাটছে এখন উন্নয়নের দিকে। গণমাধ্যম ফেইসবুকে দেখা যায় অসংখ্য সাহিত্য সংগঠন। অসংখ্য গবেষক, ইতিহাসবিদ, সাহিত্য লেখক ও কবিদের যেমন আনাগোনা বাড়ছে।ঠিক তেমনিভাবে গণমাধ্যমে পরিচিত হচ্ছে ও জনপ্রিয়তা পাচ্ছে, অসংখ্য লেখক ও কবি সাহিত্যিকরা। সেই সময়ের ভোলার তেমনি একজন সাহিত্যিক কবি ও লেখক মোঃ ছিদ্দিক।
দ্বীপজেলা ভোলার উদীয়মান তরুণ এই লেখক
২০০২সালের ১০ই আগষ্ট ভোলা দৌলতখান উপজেলার পৌরসভা 6 নং ওয়ার্ড জন্মগ্রহন করেন।তার লিখা ১ম কাব্যগ্রন্থ প্রকাশিত “ সেই মেয়েটি” ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।তার লিখা উপন্যাস “ভালোবাসা” এর খুব সুনাম অর্জন করে।তিনি একাধিক যৌথ কাব্যগ্রন্থ ছাড়াও পত্রিকায় নিয়মিত লিখালিখি করেন।
তিনি দৌলতখান সুকদেব এম এম মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীতে পড়ে এবার
দেশ ও মানুষের জন্যে সর্বদায় কাজ করতে চান তিনি।
কবি ও সাহিত্যিক মোঃ ছিদ্দিক ভোলা জেলার দৌলতখান উপজেলার পৌরসভা 6 নং জম্মগ্রহণ করেন ,তার পিতা সফিকুল ইসলাম ও মাতা নিলুফা বেগম , সে দৌলতখান সুকদেব এম এম মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীতে পড়ে।
লেখালেখি করতে খুব ভালবাসে
You cannot copy content of this page