শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহী মহানগরীর বিভিন্ন উন্নয়ন বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন জেলা প্রশাসক আব্দুল জলিলের
সাথে মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ, মহানগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উন্নয়নে কয়েকটি সেকেন্ডারি ট্রান্সফরমার স্টেশন নির্মাণ, পদ্মা নদী পাড়ের উন্নয়ন, ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে পাকশী ব্রীজ পর্যন্ত পদ্মা নদী খনন করে ভারতের সাথে নৌরুট পুনঃচালুকরণ, রাজশাহী রিভার সিটি তৈরি/নির্মাণ, মহানগরীর শিশুদের ক্রীড়া বিকাশের স্বার্থে খেলার মাঠ সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, রাসিক মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply