সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোর জেলা পুলিশের গত এপ্রিল, মে ও জুন মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম)।এসময় পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনা করেন এবং বিভিন্ন প্রকার দিক- নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত সভায় আসন্ন ঈদুল আযহা এবং ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।সাধারণ মানুষ যেন থানায় এসে কাঙ্খিত সেবা পায়।সে ব্যাপারে তিনি প্রতিটি থানার অফিসার ইনচার্জকে বিশেষভাবে নির্দেশ প্রদান করেন।তিনি আরও বলেন,করোনাকালে জনগণকে সচেতন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ঠিক সহ জনগনের কাঙ্খিত সেবাটি দিয়ে যেতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ সালাউদ্দিন শিকদার,অতিঃপুলিশ সুপার,(অপরাধ),যশোর, মোহাম্মদ তৌহিদুল ইসলাম (পিপিএম),অতিঃ পুলিশ সুপার,জেলা বিশেষ শাখা,যশোর, গোলাম রব্বানী শেখ, (পিপিএম),“ক’’সাকেল যশোর,মোহাম্মদ অপু সরোয়ার অতিঃ পুলিশ সুপার,(সদর),যশোর, সোয়েব আহমেদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার,“মনিরামপুর’’ সার্কেল,যশোর,জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার,‘‘নাভারণ’’ সার্কেল,যশোর,প্রতিটি থানার অফিসার ইনচার্জগণ,ডিআইও-১, অফিসার ইনচার্জ ডিবি, আরওআই,ট্রাফিক প্রশাসন সহ জেলা পুলিশ যশোরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
You cannot copy content of this page