সুনামগঞ্জ প্রতিনিধিঃসার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন এ কে মিলন আহমেদ। সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি র চেয়ারম্যান খাঁন রেজাউল ইসলাম রেজা
আজ দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতা ও সুনামের সাথে প্রায় ১বৎসর দায়িত্ব পালন করেন এ কে মিলন আহমেদ।
এ কে মিলন আহমেদ বর্তমানে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব পেয়ে এ কে মিলন আহমেদ বলেন, ২০২০-২১ সালের বাস্তবতাকে সামনে রেখে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলার মধ্যে নতুন কমিটি করে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাবেন এবং করোনা দূর্যোগে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা জনগণের পাশে থেকে যেভাবে কাজ করেছে আগামীতে ইনশাআল্লাহ আরো বেশী অব্যাহত থাকবে বলে তিনি জানান।
You cannot copy content of this page