আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার আয়োজনে সদরের
শতাধিক বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে ছিলো -চাল,ডাল, তেল লবণ।
বৃহস্পতিবার (১৬জুুলাই) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও ত্রান বিতরণ করেন -জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
প্রধান অতিথি জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ বলেন- জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা সকল ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছেন। প্রধান মন্ত্রীর নির্দেশে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারী সহযোগীতা করতে স্থানীয় প্রশাসন নির্দেশ দিয়েছে এবং সেইভাবেই কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, বর্তমানে করোনার প্রভাবে মানুষ আজ দিশেহারা। সকল শ্রেনীর পেশাজীবি মানুষকে সাহায্য সহযোগীতার হাত অব্যাহত থাকবে। পাশাপাশি বন্যার মোকাবেলাসহ করোনার সময় সকলকে মাস্ক পরিধান করে শারারীক ও সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান।
ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম নাসিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক ও পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
Leave a Reply