রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোটভাই ও তার সহকারী একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
করোনায় আক্রান্ত (কোভিড-১৯) হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পৌনে ১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে ফিনল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ফিনল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ আহমেদ এবং সাধারাণ সাম্পাদক মাইনুল ইসলাম।
এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় -স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
এর আগে আবদুল হাইয়ের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে তিনি নমুনা পরীক্ষা করলে তার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। এরপর ৫ জুলাই তাকে ঢাকার সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
You cannot copy content of this page