স্টাফ রিপোর্টারঃ
ছয় মাস মেয়াদী ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে চাঁদপুর পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন। চাঁদপুর জেলার কচুয়ায় ২০১৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি কাজ করবে চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে।
শনিবার (১৮ জুলাই) এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ লুৎফর রহমান সম্মতিতে সমন্বয়ক মহিয়ান নাসিদ দীপন ও মোঃ নাইম হোসেন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুর পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের কার্যক্রম গতিশীল ও তরান্বিত করা ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। ছয় মাস (আগস্ট ২০২০ হইতে জানুয়ারি ২০২১) মেয়াদী আহ্বায়ক কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে সদস্য রেজিষ্ট্রেশন শেষ করে সম্মেলন আয়োজনের এবং সম্মেলনের মাধ্যমে কার্যকরী কমিটি গঠন করার নির্দেশনাও দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ সংগঠনের আহ্বায়ক হলেন প্রকৌশলী মোঃ নাছির উদ্দিন (বাবু), যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী মোঃ মাহাবুব আলম, প্রকৌশলী মোঃ এবিএম মাসুদ, প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, প্রকৌশলী মোঃ মোশাররফ হোসাইন সজীব, প্রকৌশলী মোঃ জাহিদ হাসান নাদিম এবং সদস্য প্রকৌশলী মোঃ আবু সুফিয়ান, প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, প্রকৌশলী মোঃ ফয়সল আহমেদ ভূঁইয়া, প্রকৌশলী মোঃ মহিউদ্দিন, প্রকৌশলী মোঃ আবু ইউসুফ, প্রকৌশলী মোঃ শিপন খান, প্রকৌশলী কামরুন নাহার নিপা, প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, প্রকৌশলী শিশির কুমার দাস, প্রকৌশলী মোঃ নাজিম উদ্দিন, প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম হৃদয়, প্রকৌশলী মোঃ মাহফুজ আলম, প্রকৌশলী ইন্দ্রজিত সরকার, প্রকৌশলী মোঃ ওমর ফারুক পাটওয়ারী (আপন), প্রকৌশলী মোঃ কামাল হোসেন, প্রকৌশলী মোঃ তানভীর হোসেন জনি, প্রকৌশলী মোঃ আরবিত বিন জামান (সদস্য), প্রকৌশলী মোঃ মাহামুদুল হাসান, প্রকৌশলী জান্নাতুল মাওয়া আনিকা, প্রকৌশলী মোঃ তানভীর হোসেন আকাশ, প্রকৌশলী মোঃ মহসিন উদ্দিন, প্রকৌশলী মোঃ মামুন চৌধুরী, প্রকৌশলী মোঃ কাউছার আলম, প্রকৌশলী মোতাব্বির হাসান পরাগ, প্রকৌশলী কাজী তোফায়েল আহাম্মেদ।
সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন বাবু বলেন, "ভ্রাতৃত্ববন্ধনের অন্যতম সেতুবন্ধন হিসেবে কাজ করবে আমাদের অ্যালামনাই এসোসিয়েশন। তথ্য ও প্রযুক্তিগত উন্নয়নকে মাথায় রেখে প্রতিষ্ঠানের যেকোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণও আমাদের উদ্দেশ্য। তাছাড়া প্রাক্তন দের মধ্যে কেউ আর্থিক অসচ্ছলতার মধ্যে কাটালে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।"
বিঃদ্রঃ
১) সংগঠনের কিছু লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছেঃ- চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর ভাবমূর্তি উজ্জল করা, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা, এলামনাইদের মধ্যে একতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববােধ স্থাপনের মাধ্যমে একে-অন্যকে যথাসম্ভব সাহায্য ও সহযােগিতা করা, আর্থিক সাহায্য পাওয়ার যােগ্য ছাত্র-ছাত্রীদের সহায়তার জন্য এবং মেধাবৃত্তি প্রনয়নের জন্য একটি পৃথক তহবিল গঠন করা, এলামনাইদের পেশাগত ও অর্থনৈতিক মান উন্নয়ন সহ কর্মসংস্থানের জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সেবামুলক কাজে অংশগ্রহণ করা, গুরুতর অসুস্থ সদস্য প্রকৌশলীদের চিকিৎসায় আলাদা চিকিৎসা ফান্ড গঠন করে চিকিৎসা সহযােগিতা করা, এলামনাইদের জন্য সমাবেশ, সেমিনার প্রদর্শনী, বনভােজন বা আমােদ ভ্রমনের আয়ােজন করা, লাইব্রেরী, মিউজিয়াম, কনফারেন্স সেন্টার, গবেষনাগার,জমি ক্রয়, আবাসন প্রকল্প, ক্রীড়া ও আপ্যায়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা, নিয়মিত সাময়িকী, বুলেটিন ও বিভিন্ন গঠনমুলক প্রকাশনা প্রকাশ করা, আধুনিক তথ্য ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, উপরােক্ত লক্ষ্য ও উদ্দেশ্যাবলী অর্জনে তথা এলামনাইদের প্রতি দায় মােচনের ক্ষেত্রে সহায়ক এমন অন্য সকল কার্যাবলী সম্পাদন করা।
২) এ সংগঠনটি বিগত দিনে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছে তারমধ্যেঃ- সংগঠনের একজন সদস্য কে তার চিকিৎসা বাবদ সর্বমোট ১ লক্ষ ৩৩ হাজার টাকা প্রদান, সংগঠনের সকল সদস্যদের কে নিয়ে আনন্দ ভ্রমণের আয়োজন, করোনা কালীন সময় সংগঠনের বিভিন্ন সদস্যদের তার নিজ নিজ এলাকায় সর্বোচ্চ সহযোগিতা করণ, সদস্যদের জরুরি চিকিৎসা খরচ বহনের জন্য একটি চিকিৎসা ফান্ড গঠন করা হয়েছে।
৩) এ সংগঠনের আহ্ববায়ক কমিটির কার্যক্রমগুলো হচ্ছেঃ- সদস্য অন্তর্ভুক্তি করণ, সরকারিভাবে সংগঠনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নকরণ, এবং সম্মেলনের মাধ্যমে কার্যকরী পরিষদ গঠন করণ।
You cannot copy content of this page