মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি:
রামপাল রূপপুরসহ প্রাণবিনাশী প্রকল্প বাতিল করন,সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ ও ফুলবাড়ী ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ আন্দোলনকারী নেতৃবৃন্দের নামে মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে তেল-গ্যাস জাতীয় কমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ই জুলাই শনিবার বেলা ১১ টায় স্থানীয় নিমতলা মোড়ে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,জাতীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশের কমিউনিস্ট পাটির সভাপতি জয় প্রকাশ গুপ্ত, কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল হক, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিকদার, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু,জাতীয় গণফ্রন্টের সদস্য কমল চক্রবর্তী,নয়া গণতান্ত্রিক গণ মোর্চার সদস্য আমিনুল হক, হিমেল মন্ডল প্রমুখ।
সভায় বক্তারা রামপাল-রূপপুরসহ প্রাণ প্রকৃতি বিনাশী সকল প্রকল্প বাতিল, সার্বজনীন স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা এবং ফুলবাড়ী ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন-জাতীয় কমিটির মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং ফুলবাড়ী তথা সারাদেশের জাতীয় সম্পদ রক্ষায় আন্দোলনরত নেতৃবৃন্দের নামে মামলা প্রত্যাহারের দাবী জানান।
You cannot copy content of this page