আব্দুন নূর,নেত্রকোনা প্রতিনিধিঃবৈশ্বিক বিরূপ জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে মুজিব বর্ষের অন্যতম কর্মসূচি অংশ হিসেবে “মুজিব বর্ষের আহবান- তিনটি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আহ্বানে পূর্বধলা উপজেলা ছাত্রলীগ কর্মী নুপায়েল আহমেদ তালুকদারের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও গ্রামের ঈদগাহের মাঠে উপজেলা ছাত্রলীগ কর্মী নুপায়েল আহমেদ তালুকদারের নেতৃত্বে বিভিন্ন ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপন করেন।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মী সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে নুপায়েল আহমেদ তালুকদার বলেন, মুজিববর্ষ উপলক্ষে এই কর্মসূচী পালন করেছি। পর্যায়ক্রমে পরিবেশের ভারসাম্য রক্ষায় উক্ত বৃক্ষরোপণ কার্যক্রম কর্মসূচি চলমান থাকবে। জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাবে সর্বদা।
Leave a Reply