এম আবদুল্লাহ সরকার -রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে রবিবার সকালে ব্রম্মোগাছা ইউপি পরিষদ চত্বরে এক মতবিনিময় সভার আয়োজন করেন রায়গঞ্জ থানা পুলিশ।
মতবিনিয় সভায় ব্রম্মগাছা ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।
প্রধান অতিথি অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, মাদক সন্ত্রাস বাল্যবিবাহ জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রায়গঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের জনসাধারণকে সম্পৃক্ত করার জন্য পুলিশের কার্যক্রম জনসাধারণের দোরগোড়ায় পৌঁছানোর জন্যই মূলত এই কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানা পুলিশের সেকেন্ড অফিসার জুবাইদুল ইসলাম, এসআই শফিকুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এ কার্যক্রম শুরু হয়েছে। রায়গঞ্জ পৌরসভার প্যানেল মেয়র বাবলু সরকারের সভাপতিত্বে ৪ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম উদ্বোধন হয়েছে।
Leave a Reply