(শাহ্ হিরো খুলনা জেলা প্রতিনিধি )কয়রা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন কয়রা ব্লাড ব্যাংক।
রবিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় কয়রা ব্লাড ব্যাংকের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ শুভেচ্ছা জানান।
অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন কয়রা ব্লাড ব্যাংকের সংগঠনের সদস্যদের কার্যক্রমের প্রশংসা করে কয়রা উপজেলার সার্বিক উন্নয়নে সহযোগীতা কামনা করে সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, রক্তদানের আসল শক্তিই হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ততা৷যিনি রক্ত দিলেন, তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি অন্যের জীবন বাঁচানোর গৌরব ও সামাজিক দায়িত্ব পালনের তৃপ্তি৷ কারো প্রয়োজনে নিজের রক্ত দেওয়ার আশ্বাস প্রদান করে তিনি সকলকে অন্যের জীবন বাঁচাতে রক্ত দান করতে আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকরী কমিশনার ভূমি নূরে-ই আলম সিদ্দিকি, ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সোহাগ বাবু, কয়রা ব্লাড ব্যাংকের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ -সভাপতি সাংবাদিক ওবায়দুল কবির সম্রাট, সাবিরুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক -ইমরান হোসেন,কপোতাক্ষ কলেজ শাখার সভাপতি-নাইমুল রনি, প্রচার সম্পাদক -ইমদাদুল হক,দপ্তর সম্পাদক-হাসানুল কবীর,সদস্য ইকবল হোসেন, খালিদুজ্জামান রিপন, শেখ আবু ইসহাক,ওহিদুল,রউফ শেখসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page