জাতিসংঘকে ঢেলে সাজাতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে সংস্কারের মাধ্যমে নতুন আঙ্গিকে বহুপক্ষীয়তার আলোকে গড়ে তোলার প্রস্তাব দেন তিনি।
নিউ ইয়র্কে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সভায় এ বছরের উচ্চ পর্যায়ের অধিবেশনে তিনি আহ্বানটি জানান। শনিবার (১৮ জুলাই) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন গণমাধ্যমে এ তথ্য জানায়।
অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী বলেন, উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সময় পৃথিবীর প্রতি আমাদের দায়িত্ব ভোলা যাবে না।
১৭ জুন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ার পর জাতিসংঘের সদস্য দেশগুলোর উদ্দেশে এবারই প্রথম ভাষণ দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। চলতি বছর ইকোসকের সভার মূল প্রতিপাদ্য– ‘কোভিড-১৯ পরবর্তী বহুপাক্ষিকতা: ৭৫তম বার্ষিকীতে আমাদের কেমন জাতিসংঘ প্রয়োজন’।
You cannot copy content of this page