যুব মহিলালীগ পুঠিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির প্রতিবাদ জানিয়েছেন সংগঠানটির সভাপতি ও পুঠিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান।
এক বার্তায় তিনি বলেন, সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, যুব মহিলা লীগ পুঠিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রকাশিত কমিটির তালিকার বাহিরে স্ব-ঘোষিত পদের অধিকারীদের বিষয়ে যুব মহিলা লীগ, জেলা ও উপজেলা শাখা বিব্রত ; তাই এ ধরনের পোস্ট না দেবার জন্য নির্দেশ দেওয়া হল। তাছাড়া অনতিবিলম্বে গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহন করা হবে বলেও তিনি জানান ।
You cannot copy content of this page