আবির হোসাইন শাহিন:করোনায় বেলকুচি এনায়েতপুর চৌহালির গণমানুষের প্রিয়মুখ মন্ডল গ্রুপের কর্ণধর আলহাজ আব্দুল মমিন মণ্ডল
(মাননীয়য জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৫)।
জনসাধারণের খেদমতে নিবেদিত থেকেই এই করোনা মহামারির মধ্যেও জণগণের মাঝে গিয়ে গরিব দুঃখী মানুষের পাসে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন।জণগণের মাঝে এই দূর্যোগের মধ্যেও কাজ করতে গিয়ে তিনি আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এমপি নিজেই।তিনি বলেন জনসেবা করতে গিয়ে আজ আমি করোনায় আক্রান্ত।
এ ব্যাপারে যুবলীগের সাবেক আহবায়ক ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুল হক রেজা বলেন মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি যেন তিনি
আমাদের এমপি মহােদয়কে যেনো মহান আল্লাহ পাক দ্রুত এই করোনা থেকে মুক্ত করে দেন এবং মমিন ভাই আমাদের মাঝে ফিরে এসে দ্রুত জনগণের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারেন।
আমাদের আলহাজ আব্দুল মমিন মণ্ডল এমপি মহােদয়ের জন্য সবাই দোয়া করবেন।আমরা সবাই দুয়া করি আল্লাহ্ পাকের অশেষ মেহেবানীতে করোনা মুক্ত হয়ে মমিন ভাই দ্রুত ফিরে আসবেন আমাদের সবার মাঝে ফিরে আসতে পারে
You cannot copy content of this page