সংবাদ দাতা:রাকিব মাহমুদ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল আজ(সোমবার)সকালে মৃত্যুবরণ করেন।
জাহিদুল মুকুল বেশ কিছুদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন।তার অবস্থথার অবনতি হলে তাকে খাজা ইউনুছ আলী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই তিনি আজ(সোমবার)সকাল ৮ টার দিকে মারা যান।মৃত্যুকালে তার বয়ছ ছিল ৪৮ বছর।জাহিদুল ইসলাম মুকুল ছিলেন পোরজনা ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যানও জনগনের আস্থাভাজন একজন সফল মানুষ।মৃত্যুকালে তিনি সন্তান স্ত্রী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। তার এই অকাল মৃত্যুতে পোরজনাবাসী তথা শাহজাদপুরে শোকের ছায়া নেমে এসেছে।
You cannot copy content of this page