আবদুর রহমান,রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
করোনাভাইরাসে আক্রান্ত লক্ষ্মীপুর পৌরসভার পরপর তিন বারের নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের এর শারিরীক সুস্থতা কামনায় রামগঞ্জ উপজেলাব্যাপী মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।২০ জুলাই সোমবার আছরের নামাযের পর এই মিলাদ ও দোয়ার আয়োজন করেন রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগ।এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ,রামগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছু,পৌর যুবলীগের আহবায়ক মামুন আকন্দ,যুগ্ন আহবায়ক রাশেদুল হাসান সহ প্রমুখ। এসময় সমগ্র মানবজাতির জন্য দোয়া চাওয়া হয়।দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
You cannot copy content of this page