আবির হোসাইন শাহিন
করোনা আর বন্যার কারনে অসহায় হয়ে পড়েছে পানিবন্ধী মানুষ। যমুনার দুর্গম চরাঞ্চলের মানুষ পানির জন্য ছিন্নমূল হয়ে পড়েছে তাদের জীবনযাত্রা ।পানিবন্দি বানভাসি অসহায় মানুষগুলোর পাশে দাড়িয়ে দ্বারে দ্বারে খাবার বিতরন করেছে ফেসবুক থেকে সংগৃহীত টাকা দিয়ে।
কখনো কোমর পানিতে, কখনো বুক পানিতে, কখনো বৃষ্টিতে ভিতরে দুর্গম চরাঞ্চলের ৭০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন সাংবাদিক মামুন বিশাস।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ঠুঠিয়া ও ভাটদিঘুলিয়া চরে এই বিরতণ করা হয়।
এ ব্যাপারে মামুন বলেন
ধন্যবাদ সকল ফেসবুক বন্ধুদের আপনাদের পাঠানো টাকা দিয়েই এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে পেরেছি । আমি মাত্র চেষ্টা করেছি।
প্রতিপ্যাকেটে ছিল চাইল ৫ কেজি,ময়দা ৫ কেজি, মুড়ি ১ কেজি, চিরা ১ কেজি,চিনি হাফ কেজি,ডাউল হাফ কেজি, সালাইন ৫ পিচ,লবণ ১ কেজি, ডাইকেক,পটেটো ও বিস্কুট।
আপনাদের বড় ও ক্ষুদ্র দানগুলো যুক্ত করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি৷
আমাদের বড় অনুদানগুলো শেষের পথে, তবুও ক্ষুদ্র দানগুলো যুক্ত করে বন্যার্ত মানুষের জন্য আমরা জেগে আছি।
You cannot copy content of this page