সবুজ সরকারঃ
সিরাজগঞ্জর বেলকুচিতে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়ছে। বুধবার ভােরে উপজেলার বড়ধূল ইউনিয়র দুর্গম চরাঞ্চল কীর্তিখালা গ্রাম থেকে তুহিনের (২৪) লাশ উদ্ধার করা হয় বলে বেলকুচি থানার ওসি বাহা উদ্দিন ফারুকী জানান।
নিহত তুহিন বেলকুচি উপজলার বড়ধূল ইউনিয়ের বড়ধূল গ্রামের আবুল কাশেমর ছেলে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ বাহা উদ্দিন ফারকী বলেন, বেশ কিছুদিন আগে কীর্তিখালা গ্রামের আব্দুল হাই ও তার ছেলেরা তুহিনের কাছ থেকে ৭০ হাজার টাকা দাদন নিয়েছিলন। সেই টাকা পরিশাধের জন্য কয়েকদিন ধরই তাদের চাপ দিয়ে আসছিল তুহিন। “মঙ্গলবার রাতে তুহিনকে টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান আব্দুল হাই। পর রাতেই তাকে কুপিয় হত্যা করা হয়। সকাল আব্দুল হাইয়র বাড়ির পছন থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয় ”।
ঘটনার পর থেকে আব্দুল হাই ও তার ছেলেরা পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য মরদহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুনছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানাে হয়েছে।
You cannot copy content of this page