আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সারাদেশে প্রতিটি উপজেলায় একটি করে মহান মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে মুক্তিযোদ্ধাদের দ্বারা পরিচালিত মুক্তিযুদ্ধের সন্তানদের সহ আগামী প্রজন্মকে সু-শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে -সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মধ্যে ভদ্রঘাটে ঐতিহাসিক পলাশডাঙা যুব শিবির সংলগ্ন এলাকায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার কাজ ত্বরাণিত করতে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি’র এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় মধ্যভদ্রঘাটে অত্র প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ে, পরিচালনা কমিটি’র
সভাপতি ও কামারখন্দ উপজেলার মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানমালায় ছিলো- পবিত্র কোরান থেকে তেলায়াত, গীতপাঠ, জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পতাকা উত্তোলন, ও সকল শহীদের আত্নার শান্তি কামনায় ১মিনিট নীরবতা পালন।
কামারখন্দ টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কালীন সদস্য সচিব ও অধ্যক্ষ মোছাঃ জুলেখা পারভীন স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মীর মোঃ আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে’র অধ্যক্ষ ও জেলা কো-অডিনেটর গাজী মীর শাহ আলম এছাড়াও অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদ এর অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল কাদের, সাকাওয়াত হোসেন, টি,এম শামসুল আলম, প্রভাত কুমার দাস, ইয়াকুব হোসেন খান, এস,এম, এ সাত্তার, ভূমিদাতা সুকুমার চন্দ্র সাহা, বিদ্যুৎ সাহী কাছিদা খাতুন,খন্দকার ফারুক মোঃ খালেক প্রমুখ। প্রতিষ্ঠানটির জন্য অত্র এলাকায় ৫০শতক জমি বীরমুক্তিযোদ্ধা সুকুমার চন্দ্র সাহা দান করেন। করোনা কালীন সময়ে সামাজিক দূরুত্ব বজায় রেখে আলোচনা সভাটি করা হয়। সভায় প্রতিষ্ঠানটির সাফল্যতা কামনা করে বিশেষ বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply