সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের চৌগাছায় সাত কেজি গাঁজাসহ সালমা খাতুন (৪৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে চৌগাছা উপজেলার যশোর বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।আটক সালমা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সাহাপুর গ্রামের জহির উদ্দিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) শাহিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম সঙ্গীয় ফোর্সসহ চৌগাছা যশোর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় একটি ব্যাগের ভেতর রক্ষিত সাত কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সালমা খাতুনকে আটক করা হয়।এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই সহযোগী পালিয়ে যায়।
এ ব্যাপারে চৌগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খাঁন রাজিব আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক সালমার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা বিচারাধীন আছে।এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
You cannot copy content of this page