সিরাজগঞ্জ সদর উপজেলার দরিদ্রদের মাঝে চেক বিতরণ করেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
বুধবার (২২ জুলাই) সকালে সদর উপজেলার হল রুমে ২০১৯-২০ অর্থবছরের সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নার ঐচ্ছিক তহবিলে প্রাপ্ত থেকে এই চেক বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের সভাপতিত্বে ১৭০ জন দরিদ্রদের মাঝে পর্যায়ক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকার চেক প্রধান অতিথি হিসেবে প্রতিটি দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেন অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
You cannot copy content of this page