মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মধুপুর দৈনিক বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে মাছ বাজারে পিরানহা মাছ বিক্রি ও মাছে ফরমালিন দেওয়ার অপরাধে দুই মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করা হয় ।
অপর আরেক এক অভিযানে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজর টাকা জরিমানা এবং তাদের কাছ থেকে উদ্ধারকৃৃত ২কেজি ৭০০গ্রাম কারেন জাল আগুনে পুড়িয়ে ধংশ করা হয়।
বৃহস্পতিবার (২৩জুলাই) বিকেলে উপজেলার মধুপুর দৈনিক বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে মধুপুর উপজেলার মধুপুর মাছ বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
You cannot copy content of this page